” আমিই রেনু ” শুধুমাত্র নাটক নয়, সমাজ বাস্তবতার নির্মম প্রতিচ্ছবি। সমাজের প্রতিটি স্তরে নারীর প্রতি অবিচার, অবহেলা, নির্যাতন আর মানুষরুপী হায়েনাদের লোলুপ চেহারা বহিঃপ্রকাশের গল্প। নারী যে আজকাল কোথাও নিরাপদ নয়, তার আত্মীয়স্বজন, চেনাজানা আর কাছের মানুষদের কাছেও সেটা উপজীব্য করেই এ নাটকের গল্প। আর সি অরন্যের রচনায়, ইকসান রনির চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত “আমিই রেনু” সমাজের নিচু মানসিকতার মানুষের প্রতি, ধর্ষকদের প্রতি একটা চপেটাঘাত। একটা রেনুর জীবন বিপন্ন হলেও সমাজের প্রতিটি রেনুর ধর্ষকদের বিরুদ্ধে গর্জে ওঠার সাহস। নাটকটির নির্মাতা ইকসান রনি জানান, নাগরিক হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতা আছে আমাদের সবারই। আমি এমন গল্প নিয়ে কাজ করতে চাই যা কিছুটা হলেও একটা পরিবর্তন আনে। “আমিই রেনু” এমনই একটা গল্প। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, খান আতিক,রাবিনা রাফিন, আশা আহমেদ বেলি, নন্দী জুয়েল, পারিসা জান্নাত, রেশমা আহমেদ, আঁখি আক্তার, মো: রিপন সহ আরো অনেকে। নাটকটি প্রচারিত হয়েছে KSI Entertainment এর ইউটিউব চ্যানেলে।
আপনার মতামত লিখুন :