দিনাজপুরে ডিবির অভিযানে আন্তঃজেলা অজ্ঞানপার্টি ও চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার


এম রানা সিদ্দিক প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৫, ১:২৯ অপরাহ্ন /
দিনাজপুরে ডিবির অভিযানে আন্তঃজেলা অজ্ঞানপার্টি ও চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে আন্তঃজেলা অজ্ঞানপার্টি ও চোরচক্রের ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি করার সরঞ্জাম, চোরাই মালামাল ও নগদ টাকা উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন এর তত্ত্বাবধানে, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর পিপিএম এর নেতৃত্বে একটি চৌকস টিম কাহারোল থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত ১৭ আগস্ট (রবিবার) সন্ধ্যার পর থেকে রাতব্যাপী দিনাজপুর ও আশপাশের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলো—

মোঃ আব্দুল জব্বার (৪৮), পিতা- মৃত আমিরউদ্দিন, সাং- কাশিমপুর, পঞ্চগড় সদর।

মোঃ আক্তারুজ্জামান (৪০), পিতা- মোঃ আব্দুল মোত্তালেব, সাং- কমলাপাড়া, পঞ্চগড় সদর।

মোঃ আইয়ুব আলী (৫০), পিতা- মৃত রফিকুল ইসলাম, সাং- বক্রিমপুর, পোঃ মোকন্দপুর।

মোঃ তরিকুল ইসলাম (৫২), পিতা- মৃত জামাল উদ্দিন, সাং- মোহাম্মদপুর।

শ্রী ফুলেন চন্দ্র রায় (৫৬), পিতা- মৃত চান্দিয়া বর্মন, সাং- ছাতইল, কাহারোল, দিনাজপুর।

মোঃ মাসুদ রানা (৪০), পিতা- মোকছেদ আলী, সাং- বলরামপুর, থানা- আটোয়ারী, পঞ্চগড়।

অজ্ঞানপার্টির কার্যপদ্ধতি

পুলিশ জানায়, চক্রের সদস্যরা রাতের আঁধারে বসতবাড়ির পানির ট্যাংক ও টিউবওয়েলের পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করে ফেলত। এরপর বাড়ির গ্রীল কেটে বা অন্যান্য উপায়ে ঘরে প্রবেশ করে টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী চুরি করত।

উদ্ধারকৃত মালামাল

অভিযানে তাদের কাছ থেকে রেঞ্জ, প্লাস, ছোড়া, হাতুড়ি, হ্যাসকোব্লেড, তালা কাটার যন্ত্র, ঘুমের ওষুধ ১০০ পিস, গুড়া তিন পোটলা, কাসার হাড়ি, প্লেট, বাটি, ঘটি, চুরির কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।

মামলা-সংক্রান্ত তথ্য

প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত ১নং আসামি মোঃ আব্দুল জব্বারের নামে দেশের বিভিন্ন থানায় ১৪টি চুরির মামলা রয়েছে। অন্য আসামিদের বিরুদ্ধেও একাধিক চুরির মামলা চলমান আছে বলে জানিয়েছে পুলিশ।
সাংবাদিকের সাথে অ্যাড. বিশুর অশোভন আচরণ : ৭২ ঘন্টার আল্টিমেটাম গণমাধ্যমকর্মীদের

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ-
গাইবান্ধার আদালতে জামিন জালিয়াতির তথ্য সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মী রিকতু প্রসাদের সাথে অ্যাড. গৌতম কুমার চক্রবর্ত্তী বিশুর দুর্ব্যবহার ও অশোভন আচরণে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন সাংবাদিকরা। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে গাইবান্ধা প্রেসক্লাব আয়োজিত নিজস্ব মিলনায়তনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভা থেকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য অভিযুক্ত অ্যাডভোকেট বিশুকে ৭২ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়। এব্যাপারে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের প্রতি আহবান জানানো হয়। অন্যথায় গৌতম কুমার চক্রবর্ত্তী বিশুর বিরুদ্ধে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ডিবিসি নিউজের গাইবান্ধা জেলা প্রতিনিধি রিকতু প্র…
বীরগঞ্জে ঐতিহ্যবাহী পাতা খেলার আয়োজন

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা। মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) বিকেলে কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ খেলায় স্থানীয়দের ব্যাপক অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ জাকির হোসেন ধলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী, বীরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আসাদুল ইসলাম দুলাল, সাবেক ফুটবলার ও বিশিষ্ট ব্যবসায়ী এবং জেলা যুবদল সদস্য মোঃ আক্কাস আলী, প্রচেষ্টা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সভাপতি…
মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মোমিনুর রহমান,মানিকগঞ্জ জেলা প্রতিনিদি

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকেল ৪টায় সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে জমকালো আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা সিনিয়র দায়রা জজ মোহাম্মদ লিয়াকত আলী মোল্লা। ম্যাচের উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ শহীদুল্লাহ, জনাব এম এ হামিদ, জনাব মোহাম্মদ মন্জুর হোসেন, জনাব মোকসেদুর রহমান প্রমুখ।

খেলাটির সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ আজাদ হোসেন খান।
প্রীতি ম্যাচকে ঘিরে মাঠে উপস্থিত দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলাকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে গড়ে ওঠে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব গড়ে উঠবে।