মোমিনুর রহমান,মানিকগঞ্জ জেলা প্রতিনিদি
মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকেল ৪টায় সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে জমকালো আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা সিনিয়র দায়রা জজ মোহাম্মদ লিয়াকত আলী মোল্লা। ম্যাচের উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ শহীদুল্লাহ, জনাব এম এ হামিদ, জনাব মোহাম্মদ মন্জুর হোসেন, জনাব মোকসেদুর রহমান প্রমুখ।
খেলাটির সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ আজাদ হোসেন খান।
প্রীতি ম্যাচকে ঘিরে মাঠে উপস্থিত দর্শক ও ক্রীড়াপ্রেমীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। খেলাকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে গড়ে ওঠে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব গড়ে উঠবে।
আপনার মতামত লিখুন :