মানিকগঞ্জে উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসন কাপ ফুটবলের উদ্বোধন


এম রানা সিদ্দিক প্রকাশের সময় : অগাস্ট ১৬, ২০২৫, ১:২৬ অপরাহ্ন /
মানিকগঞ্জে উৎসবমুখর পরিবেশে জেলা প্রশাসন কাপ ফুটবলের উদ্বোধন

মোমিনুর রহমান, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শনিবার (১৬ আগস্ট) বিকেল ৪টায় পর্দা উঠল জেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্টের। উদ্বোধনী বাঁশির সুরে প্রাণ ফিরে পায় সবুজ মাঠ, আর গ্যালারিতে জমে ওঠে ফুটবলপ্রেমীদের ঢল।

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতা, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা অঞ্চলের সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাব আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ক্রীড়াঙ্গনের সাবেক-বর্তমান সংগঠকরা।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় শিবালয় ও সাটুরিয়া উপজেলা দল। লড়াইয়ে মাঠে দেখা যায় খেলোয়াড়দের দারুণ প্রতিদ্বন্দ্বিতা, আর গ্যালারিতে দর্শকদের উৎসাহ-উচ্ছ্বাসে জমে ওঠে এক উৎসবমুখর পরিবেশ।
এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে সাত উপজেলা ও মানিকগঞ্জ পৌরসভাসহ মোট আটটি দল। দীর্ঘদিন পর জেলা পর্যায়ে আয়োজিত এই ফুটবল আসর ঘিরে সাধারণ দর্শক থেকে ক্রীড়াঙ্গনের প্রবীণ সংগঠক—সবার মাঝে দেখা গেছে নতুন প্রাণচাঞ্চল্য ও প্রত্যাশা।