মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হলো মানিকগঞ্জ সাংস্কৃতিক সংসদের সদস্য সম্মেলন–২০২৫। শনিবার দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক সদস্য ও নেতৃবৃন্দ অংশ নেন।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর জামায়াতের টিম সদস্য মাওলানা মুহাম্মদ দেলওয়ার হোসাইন।
আয়োজনে সভাপতিত্ব করেন সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা ও জেলা আমীর হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান, ইউরো বাংলা হাসপাতালের পরিচালক ডা. আবু বকর সিদ্দিক, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, প্রচার সেক্রেটারি এডভোকেট আনোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন, সদর থানা আমীর ডা. ফজলুল হক, পৌর আমীর হুমায়ুন কবির, মাওলানা ওমর ফারুক, আবু সাঈদ বিএসসি, সাংস্কৃতিক সংসদের সভাপতি মু.মোমিনুর রহমান সালেহী সেক্রেটারী এডভোকেট ফেরদৌসসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, “দেশের সংকটময় পরিস্থিতিতে ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগ, আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক শক্তি দিয়ে এগিয়ে যেতে হবে। ইসলামভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া দেশের প্রকৃত শান্তি ও কল্যাণ সম্ভব নয়।”
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়; বরং এটি একটি আদর্শভিত্তিক আন্দোলন। সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি-দুঃশাসনের অবসান এবং জনগণের অধিকার আদায়ে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
আপনার মতামত লিখুন :