ববির পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে সহযোগী অধ্যাপক সাখাওয়াত


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৪, ১:১৫ অপরাহ্ন /
ববির পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে সহযোগী অধ্যাপক সাখাওয়াত

মুনতাসির রাহী ,ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন।তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। বুধবার (৩ এপ্রিল) রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে দায়িত্ব দেওয়া হয়।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসে ‘পরীক্ষা নিয়ন্ত্রক'(ভারপ্রাপ্ত) হিসেবে তিনি এ দায়িত্ব পালন করবেন।

নবনিযুক্ত পরীক্ষা নিয়ন্ত্রক সাখাওয়াত হোসেন জানান, আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করবো।শিক্ষার্থীদের প্রয়োজনে আমরা।সংশ্লিষ্ট দপ্তরে সকলের সাথে কথা বলে নিবো যাতে শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাজগুলো সঠিকভাবে পরিচালনা করে।কোন কিছুতে যেন বিলম্ব না হয়।#