মেলান্দহ বাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন হাজী দিদার পাশা


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৪, ৪:৩৮ অপরাহ্ন /
মেলান্দহ বাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন হাজী দিদার পাশা

মেলান্দহ থেকে ফিরে মমিনঃ হাজী দিদার পাশা অদম্য একটি নাম, একটি ব্র্যান্ড । যার নেশা এবং পেশা মানুষের সেবায় ছুটে চলা। মানুষকে আগলিয়ে রাখা। শিশু, কিশোর থেকে যৌবনে যিনি বেড়ে উঠেছেন প্রান্তিক মানুষের ভালোবাসায়, আস্থায়। অর্জন করেছেন বিশ্বাস। কাছে টেনেছেন সব শ্রেণি পেশার মানুষকে। জামালপুর মেলান্দহের এই মানুষটিই এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। দোয়া চেয়েছেন তিনি, দোয়া চেয়েছেন তার পরিবার এবং রাজনৈতিক সহকর্মী, সহযোদ্ধারা। জানা গেছে, কিশোর বয়স থেকেই ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়া হাজী দিদার পাশা বর্তমান জেলা আ’লীগের সহ সভাপতি হিসেবে অত্যন্ত সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন। জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এর আগেও তিনি জামালপুর জেলা ছাত্রলীগ, যুবলীগের দায়িত্ব পালন করেছেন তুখোড় এই নেতা। যার নেতৃতে মেলান্দহ উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এখন সুসংগঠিত। দক্ষ, মেধাবী, পরিচ্ছন্ন এবং তরুণদের রাজনীতির বড় আস্থার জায়গা দখল করে নিয়েছেন হাজী দিদার পাশা। যার হাত ধরেই অনেকে আজ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের পতাকা তলে এসেছেন। হাজী দিদার পাশা জানান, রাজনীতিতে আমি সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর বিশ্বস্ত ভ্যানগার্ড প্রিয় বন্ধু আলহাজ্ব মির্জা আজম এমপির উৎসাহে জনগণের ভালোবাসায়, আজ আমি সবার প্রিয় দিদার পাশা, দিদার ভাই। তাকে অনুসরণ করেই একসাথে রাজনীতির অঙ্গনে পদচারনা। আমি মেলান্দহ উপজেলার চেয়ারম্যান হয়ে প্রিয় নেতা মির্জা আজম এমপির হাতকে আরো শক্তিশালী করতে চাই। মির্জা আজম আমাকে তার আশেপাশে রাখলেই আমি এলাকায় কাজ করতে পারবো, মানুষের পাশে দাড়াতে পারবো। বঙ্গবন্ধুর আদর্শ নিজে লালন করে তা সমাজে এবং রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারবো। হাজী দিদার পাশার বড় ভাই এডভোকেট ইসমত পাশা আশা প্রকাশ করে বলেন, মাননীয় সাংসদ মির্জা আজম এবার মেলান্দহের আপামর জনতার সমর্থনকে সমর্থন দিয়ে দিদার পাশার পাশে থাকবেন। স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন এবং স্থানীয়রা সবাই চায় হাজী দিদার পাশা এবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হোক।